স্টাফ রিপোর্টার
অবৈধভাবে সীমান্ত পারাপারকারী ৪ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গতকাল শনিবার ও শুক্রবার বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে অবৈধপথে বাংলাদেশ থেকে ভারত, আবার ভারত থেকে বাংলাদেশে যাতায়াতের সময় ৪ জনকে আটক করেছে। এছাড়াও পৃথক অভিযানে বিপুল পরিমাণে চিংড়ি মাছের পোনা উদ্ধার করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারি পরিচালক মুন্সী ইমদাদুর রহমান প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গতকাল শনিবার রাত সাড়ে ১২ টার দিকে জীববনগর উপজেলার মাধবখালী সীমান্তের ধোপাখালী গ্রামের মোঃ কালাম হোসেনের পাঠ ক্ষেতের মধ্যে হাবিলদার শ্রী ভবতোষ বিশ্বাস এর নেতৃত্বে চোলাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আসামীবিহীন ১৬ প্যাকেট ভারতীয় চিংড়ি মাছের পোনা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাছের পোনা দর্শনা শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
অপরদিকে গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭৪-আর হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোসালপুর গ্রামের মোঃ আজিজুল মোল্যার বাগানের মধ্যে হতে নায়েক মোঃ পনির হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৩ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। এর মধ্যে ১ জন শিশু ও জন নারী। আটককৃত ধুর জাস্টিস এন্ড কেয়ার, যশোর শাখায় সোপর্দ করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৪১-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের মসজিদের সামনে হতে ভারত হতে বাংলাদেশে আসার সময় ১ জন নারী বাংলাদেশী নাগরিক আটক করা হয়।