অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১ জন আটক, মাদক উদ্ধার 

স্টাফ রিপোর্টার

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১ ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ২টার দিকে আবু সাইদ নামে এক ব্যক্তিকে বিজিবি আটক করে। এছাড়াও পৃথক আরো ৪টি অভিযানে ইয়াবা, মদ, ফেন্সিডিল ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়। 

                ৫৮ বিজিবির সহকারি পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, শুক্রবার বেলা ২টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬০/৪৭-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমিল্লাপাড়া গ্রামের মাঠের মধ্যে হতে নায়েক মো: মুখির মুন্সির নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময় ১ জন বাংলাদেশীকে আটক করা হয়। আটক মো: আবু সাইদ (৩৯), খুলনা জেলার  দৌলতপুর এলাকার মো: মোস্তফা শেখের ছেলে।

                অপরদিকে গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে জীবননগর নিমতলা বিওপি’র সীমান্ত পিলার-৭৪/এমপি হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাঙ্গিয়ার পোতা গ্রামে সুবেদার মো: মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১৪ বোতল ভারতীয় মদ ও ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে শ্যামকুড় বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৯-আর হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাইলবাড়ীয়া গ্রামে নায়েব সুবেদার মো: ইকবাল তালুকদারের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৮৫ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন বিকাল সাড়ে ৪ টার দিকে জীবননগর বিওপি’র সীমান্ত পিলার-৬৪/এমপি হতে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাকারিয়া গ্রামে হাবিলদার মো: আলমগীর হোসেনের নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৫২০ পিচ ভারতীয় যৌন উত্তোজক ট্যাবলেট উদ্ধার করা হয়। রাত সাড়ে ১১ টার দিকে উথুলী বিওপি’র সীমান্ত পিলার-৭১/২-এস হতে ২ কি: মি: বাংলাদেশের অভ্যন্তরে মনোহরপুর গ্রামের মাঠের মধ্যে হতে সুবেদার মো: হাফিজুর রহমানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *