আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ভাংবাড়ীয়া ইউনিয়নের কারিগরপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন, ভাংবাড়ীয়া কারিগরপাড়ার মন্টু আলী কারিগর (৪৫), ভোগাইল বগাদি গ্রামের সাইফুল ইসলাম (৪৫) এবং ইনসারুল ইসলাম (৪৫)।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গা থানার ওসির নেতৃত্বে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে মন্টু আলী কারিগরের বাড়ির সামনে থেকে গাঁজাসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, অভিযানে তাদের কাছ থেকে মোট ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা (নং ১৪) হয়েছে।
আলমডাঙ্গা থানার ওসি বলেন, “মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও চলবে।”