স্টাফ রিপোটার
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ সংলগ্ন শহিদ আলাউল ইসলাম হলে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’র ১৫৭৮তম পর্ব অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকালে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজের সভাপতিত্বে ও কাজল মাহমুদের সঞ্চালনায় স্বরচিত লেখা পাঠ করেন চিশতী এম. এ. হামিদ, শহিদুল ইসলাম, লতিফা রহমান বনলতা, আবু নাসিফ খলিল, হুমায়ুন কবীর, আব্বাস উদ্দিন, গুরু কাজল মল্লিক, মিম্মা সুলতানা মিতা, মর্জিনা খাতুন, শহিদুল ইসলাম রনি ও ডা. কামরুজ্জামান মধু। চিরায়ত সাহিত্য থেকে রবীন্দ্রনাথের ‘বাঁশি’ কবিতাটি আবৃত্তি করেন আমিনা রহমান লিপি। পঠিত লেখার উপর আলোচনা করেন কাজল মাহমুদ, হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল, মো. তৌহিদ হোসেন, মো. আলাউদ্দীন ও ইকবাল আতাহার তাজ।
এ ছাড়াও আসরে উপস্থিত ছিলেন, শারমিন রহমান শিল্পী, আলী মোহাম্মদ মুজাহিদ, খন্দকার আরিফ রহমান, শেখ পিন্টু, আবুবক্কর প্রমুখ।