স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৮ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সীমান্তের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৬ জন নারী ও ২ জন শিশু। এছাড়াও পৃথক ৩টি অভিযানে ভারতীয় মদ উদ্ধার করা হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭৪-আর ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোসালপুর গ্রামের মোঃ আজিজুল মোল্যা এর বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ গোলাম মাওলা এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৪ জনকে আটক করা হয়। এদের মধ্যে ২ জন নারী ও ২ জন শিশু। একই দিন সকাল সাড়ে ৮টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৪১-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের মসজিদের সামনে হতে মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৪ জন নারী বাংলাদেশীকে নাগরিক আটক করা হয়।
অপরদিকে বুধবার রাত সাড়ে ১১ টার দিকে নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৫/২-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের মোঃ আশরাফুল এর আম বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ নাসির উদ্দীন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই সময়ে জীবননগর মেদিনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৩/৫-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেদিনীপুর গ্রামের আম বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ জামাল খাঁন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন বিকাল ৫ টার দিকে জীবননগর রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭৩/১-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হালদারপাড়া গ্রামের মোঃ মনিরের বাগানের মধ্যে হতে নায়েব সুবেদার মোঃ ভুইয়া ইকবাল হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৫ বোতল মদ উদ্ধার করা হয়।