দামুড়হুদায় বৃক্ষরোপণ ও ফলজ চারা বিতরণ করলেন, জেলা জামায়াতের -আমীর রুহুল আমিন

দামুড়হুদা অফিস

বৃক্ষরোপণ ও ফলজ চারা বিতরণ করলেন জেলা জামায়াতের আমির মো: রুহুল আমিন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা যুব জামায়াতের সভাপতি হাফেজ মাওঃ আব্দুল খালেকেরর উদ্যোগে কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমলমতি শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণ করা হয়।

জেলা জামায়াতের আমীর রুহুল আমিন চারা বিতরণ পূর্বে কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা বড় হয়ে পাচ ওয়াক্ত নামাজ পড়বা, কুরআন পড়া শিখবা, মিথ্যা কথা বলবানা, আর আজ আমরা তোমাদের একটি করে ফলের গাছ দিচ্ছি, বাড়িতে নিয়ে লাগাবা ফল ধরলে বাবা-মা ভাই-বোন পাড়া-প্রতিবেশীদের দিবা, নিজেও খাবা, ঠিক আছে? এর আগেই স্কুল প্রাঙ্গণে আমের চারা রোপণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- দামুড়হুদা উপজেলা আমীর মো: নায়েব আলী, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মাওঃ আবুজার গিফারী, কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা খাতুন, সহকারি শিক্ষক মোছা: মুসলিমা খাতুন, মোছা: বুলবুলি খাতুন, মোছা: শারমিন আক্তার, উম্মে রোমানা খাতুন, মোছা: দিলরুবা আফরোজ।

আরও উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন আমির মো: ওবায়দুল হক দামুড়হুদা ইউনিয়ন আমির মাওঃ আবুল কাশেম দামুড়হুদা যুব বিভাগের সেক্রেটারী মনিরুল ইসলাম হাউলী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মো: আব্দুল গাফফার যুব বিভাগের সভাপতি মো: ইসমাইল হোসেন ৭নং ওয়ার্ড সভাপতি রুম্মান হোসেন সেক্রেটারী আব্দুল বারিক শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আতিয়ার রহমান ঠান্ডু সহ রেজাউল, লাবিব, মিলন, হারুন-অর-রশিদ, আলিম, রফিকুলসহ অনেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *