মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীতে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ আয়োজন করে উপজেলা প্রশাসন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, উপজেলা কৃষি অফিসার এমরান হোসেন, প্রাণীসম্পদ কর্মকর্তা মোত্তালিব আলী, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, গাংনী উপজেলা জামায়াতের সেক্রেটারী জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
আলোচনা সভায় জুলাই আন্দোলনে শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করেন। পরে জুলাই যোদ্ধাদের বীরত্ব নিয়ে আলোচনা করা হয়।