জীবননগর অফিস
জীবননগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কতৃক অভিযান চালিয়ে বসতবাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক কারবারি অকের আলী(৭৫)। গতকাল বুধবার দুপুর ২টার দিকে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের কর্চাডাঙ্গা গ্রামে অকের আলীর বসত বাড়িতে অভিযান চালিয়ে এই গাঁজা উদ্ধার করা হয়। অকের আলী একই গ্রামের মৃত হযরত মন্ডলের ছেলে। উদ্ধারকৃত গাঁজার বর্তমান বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক বদরুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় সিপাহীসহ গতকাল বুধবার দুপুরে আন্দুলবাড়িয়া ইউনিয়নে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে আসামীর বসত বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পালাতক আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।