মেহেরপুর অফিস
মেহেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে সনাতনী রীতি অনুযায়ী এ রথযাত্রা শুরু হয়। মেহেরপুর হরিসভা মন্দিরের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রথযাত্রাটি একই স্থানে গিয়ে শেষ হয়। রথ টানার সময় শত শত ভক্ত ঢাক-ঢোল-কীর্তনের তালে তালে অংশগ্রহণ করেন। অনেকেই খালি পায়ে রথের রশিতে টান দেন। প্রার্থনা করেন মঙ্গল ও কল্যাণের জন্য। হিন্দু ধর্মের অনুসারীরা এ সময় শ্রী জগন্নাথ দেবের জয় গান করেন। শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সের সকলেই রথযাত্রায় অংশগ্রহণ করে। এর পূর্বে মন্দিরে পূজা-আর্চনা আয়োজন করা হয়। রথযাত্রা শেষে অনুসারীদের প্রসাদ বিতরণ করা হয়।
প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে উল্টো রথযাত্রা সম্পন্ন হয়েছে। এতে সকল ধর্ম-বর্ণের মানুষ একত্রে অংশগ্রহণ করেন। যা সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত।উৎসব ঘিরে মন্দির এলাকা ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে নেওয়া হয় নিরাপত্তা ব্যবস্থা। র্যাব, পুলিশ ও স্বেচ্ছাসেবকদের টহল ছিল চোখে পড়ার মতো। রথযাত্রায় হরিসভা মন্দিরের সভাপতি বিকাশ সাহা, সহ-সভাপতি বিধান চন্দ্রনাথ, সাধারণ সম্পাদক কিশোর পাত্র, সহ-সাধারণ সম্পাদক মদন কর্মকারসহ হিন্দু সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন।