স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় জামায়াতের উদ্যোগে পৌর ৫ নম্বর ওয়ার্ডে ঈদ আনন্দ উৎসব অনুষ্ঠিত। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা ইসলামপাড়া গোরস্থান মসজিদে বাদ এশা ৫ নম্বর ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে ঈদ আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা ১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, বাংলাদেশকে সুখী এবং সমৃদ্ধ সোনার বাংলা গড়তে হলে দুর্নীতিকে রুখে দিতে হবে। দেশের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে দুর্নীতি রোধ করতে পারলে টেকসই উন্নয়ন সম্ভব। বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়তে চাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর নায়েবে আমির মাহবুব আসিক শফি , সহকারী সেক্রেটারি ইমরান হোসেন ও হুমায়ুন কবীর, পৌর কর্ম পরিষদ সদস্য হাফেজ ইকবাল, দেলোয়ার হোসেন হোসেন সহ ৫ নম্বর ওয়ার্ড বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।