দর্শনা অফিস
জেলার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইব্রাহিম বাবু (৩২) নিহত হয়েছে। এদিকে নিহত হওয়ার ৩৬ ঘন্টা পেরিয়ে গেলেও বিএসএফ বাবুর লাশ ফেরত দেয়নি। গতকাল বুধবার দুপুর ১ টার দিকে ঝাঁঝাডাঙ্গা সীমান্তের শূন্য রেখার কাছে বিএসএফ দুই রাউন্ড গুলি ছুড়ে বাবুকে হত্যা করে। সে গ্রামের নুর ইসলামের ছেলে।
এলাকাবাসী জানান, বুধবার বেলা সোয়া ১ টার দিকে মাঠে ঘাস কাটার জন্য সীমান্তের ৭৯ নম্বর মেইন পিলার পার হয়ে ভারত অভ্যন্তরে ঢুকে পড়ে বাবু। সেখানকার ৩২ বিএসএফ হালদারপাড়া ক্যাম্প সদস্যরা তাকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলিবর্ষণ করে। এ সময় তাদের ছোঁড়া গুলিতে বাবু ঘটনাস্থলে নিহত হয়। কোন কারন ছাড়ায় বিএসএফ প্রকাশ্যে দিবালোকে গুলি চালিয়ে হত্যা করায় গ্রামবাসীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে। লাশ ফেরতের আশায় স্বজনেরা অপেক্ষার প্রহর গুনছেন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লে.কর্নেল নাজমুল হাসান বলেন, হত্যাকান্ডের ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কড়া ভাষায় প্রতিবাদ জানানো হয়েছে। লাশ ফেরত চেয়ে পত্র পাঠানো হয়েছে। এর আগে নিহতের লাশ সনাক্তের জন্য বিএসএফএর কাছে বাবুর ভোটার আইডি কার্ড পাঠানো হয়েছে। বিএসএফ লাশ ফেরত দেওয়ার জন্য আইনি পক্রিয়া শুরু করেছে। রাতে এ রিপোর্ট লেখা সময় পর্যন্ত বিএসএফ লাশ ফেরত দেয়নি। কখন কোথায় দেবে সেটাও স্পষ্ট করেনি।