আলমডাঙ্গার প্রবীণ সমাজসেবক রফি উদ্দিন মোল্লা বুলু আর নেই

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গার প্রবীণ সমাজসেবক রফি উদ্দিন বুলু মোল্লা (৮৫) আর নেই। তিনি  দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। গতকাল বুধবার সকাল ১০টায় শহরের পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের কলেজপাড়ায় নিজবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উপজেলার ডাউকি ইউনিয়নের সাবেক  প্রেসিডেন্ট (দেশ ভাগের আগে, এখন ইউপি চেয়ারম্যান সমমর্যাদা) পোয়ামারি গ্রামের মৃত ইমান আলী মোল্লার মেজো ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র সন্তান, আত্মীয়-স্বজনসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।  তিনি মৃত বুলু মোল্লা পোয়ামারী পুরাতন ঈদগা ও মসজিদ কমিটির সাবেক সভাপতি,  বেলগাছি বাজার ও পোয়ামারি প্রাইমারি স্কুল প্রতিষ্ঠাকালীন কমিটির সদস্য ছিলেন। এছাড়াও তিনি এলাকার বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত ছিলেন। গতকাল  বুধবার বিকাল ৪টায়  গ্রামের বাড়ি পোয়ামারিতে  জানাজার নামাজের পর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন, সৌদি আরবের দারুলউলুম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর তাহসিনুল হক রিমন, ডা. আবু সালেহ ইমরান, কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী মোসলেম উদ্দিন, কুষ্টিয়া সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান লাল্টু রহমান, চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক বকুল মোল্লা,  চুয়াডাঙ্গা জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপক আমজাদ হোসেন মজনু, আলমডাঙ্গা উপজেলা জাসদের সভাপতি গোলাম সরোয়ার মোল্লা, উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহিদ হাসান রেন্টু, বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাসেম মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর হোসেন বাবু, উপজেলা যুবদলের মীর আসাদুজ্জামান  উজ্জ্বল ,পৌর বিএনপি র মোখলেসুর রহমান মিলন, ডাউকি ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল গফুর মোল্লা, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংবাদিক রহমান মুকুল, শরিফুল ইসলাম রোকন, নাহিদ হাসান, জাফর জুয়েল, শাহরিয়ার শরীফসহ শফা ক্লিনিকের স্বত্বাধিকারী ডা. জাকারিয়া খালির তপন, ডা. বেলু, মা ক্লিনিকের স্বত্বাধিকারী জালাল উদ্দিনসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *