আলমডাঙ্গা অফিস
বাংলাদেশ জামায়াতে ইসলাম চিৎলা ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী ও সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল বিকেল চারটার দিকে চিৎলা ইউনিয়নের রুইতনপুর টেকনিক্যাল স্কুলে কর্মী সমাবেশের সভাপতিত্ব করেন জি এ সাংগঠনিক থানার সভাপতি মোহাম্মদ আব্বাস উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হোসাইন টিপু।তিনি বলেন, শোষনমুক্ত সমাজ গড়তে হলে এদেশে ইসলামী সমাজ গড়তে হবে। আর এজন্য সকলকে জামায়াতে ইসলামীতে সামিল হতে হবে।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ দারুস সালাম। জামাত নেতা কামরুল হাসান সোহেলের উপস্থাপনায় বক্তব্য রাখেন জামাত নেতা মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, মাওলানা নিজাম উদ্দিন, মোহাম্মদ আব্দুল মালেক, আবু বক্কর সিদ্দিক প্রমুখ।