তিতুদহ প্রতিনিধি
‘প্লাষ্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ এই স্লোগানকে সামনে রেখে মানবতার জন্য সংগঠনের কার্যক্রম চলমান রয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ানের তিতুদহ গ্রামে প্লাষ্টিকের বিনিময়ে বিভিন্ন ফলজ, ভেষজ, বনজ, কাঠাল ইত্যাদি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে গ্রামের বিভিন্ন রাস্তা ও বাজারে প্লাষ্টিকের দূষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে প্রচারণা করা হয়। সেই সাথে সাথে প্লাষ্টিকের বিনিময়ে চারা গ্রহণের জন্য বিশেষ বার্তা দেওয়া হয়। সময় বাড়ার সাথে সাথে শিশু কিশোর, যুবকদের উপস্থিতি বাড়তে থাকে এবং তারা স্বতঃফূর্ত ভাবে প্লাষ্টিকের বিনিময়ে পছন্দ মত চারা নিয়ে যান।
বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রভাষক ও মানবতার জন্য সংগঠনের সভাপতি আহসান হাবীব বলেন, দিন দিন প্লাষ্টিকের ব্যবহার বেড়েই চলেছে সেই সাথে দূষনের প্রকোপ। আমরা প্লাষ্টিক ব্যবহার করি কিন্তু একই প্লাষ্টিক বারবার নয়। আজ প্রকৃতির কাছ থেকে আমাদের খাদ্যাদিতে বহন করছে মাইক্রোপ্লাষ্টিক। আজ আমরা মাইক্রোপ্লাষ্টিক দ্বারা আক্রান্ত হয়ে বিভিন্ন রোগে তথা ক্যান্সারজনিত রোগে ভুগছি। তাই এখনই সময় প্লাষ্টিকের ব্যবহার সীমিতকরণ ও সেই সমস্ত প্লাষ্টিক উৎপাদন করা যা রিসাইক্লিন করা যায়।
সংগঠনের সম্পাদক শাহিন সরকার বলেন, আমরা আমাদের প্লাষ্টিকের বিনিময়ে চারা বিতরণ পুরো বর্ষা মৌসুম চলবে। আমরা প্লাষ্টিক মুক্ত ও সবুজ চুয়াডাঙ্গা বাস্তবায়ন বদ্ধ পরিকর। আজ আমরা সহস্রাধিক চারা বিতরণ করেছি ও চার ঢোপ প্লাষ্টিক সংগ্রহ করতে পেরেছি। আমাদের বার্তা পৌছে যাক বাংলাদেশের সকল প্রান্তে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তিতুদহ মাঝেরপাড়া মসজিদের ঈমাম মাও আবু সাঈদ, সংগঠনের সদস্য সতেজ, আকরাম, নিরব, এহসান হাবিব, বায়জিদ, সাহাবুল, সম্রাট, ইয়াসিন, রিয়াজুদ্দীন, সুব্রতসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।