অনলাইন ডেস্ক
যশোর শহরের সার্কিট হাউজপাড়ায় নির্মাণাধীন সাততলা ভবনের ঝুল বারান্দা ভেঙে নিচে পড়ে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। বিল্ডিং ফর ফিউচার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান ওই ভবনের নির্মাণ কাজ করছিল।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- প্রজেক্ট ইঞ্জিনিয়ার কুষ্টিয়ার মিজানুর রহমান (৩৫), সাইট ইঞ্জিনিয়ার দিনাজপুরের আজিজুল ইসলাম (৩২) ও নির্মাণশ্রমিক চাঁপাইনবাবগঞ্জের নূর ইসলাম নুরু (৪৫)। বর্তমানে তাদের লাশ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাজ পরিদর্শনের সময় ছয় তলার ঝুল বারান্দা ভেঙে নিচে পড়ে তারা নিহত হন। আওয়ামী লীগ নেতা সাবেক জিপি বাহাউদ্দীন ইকবাল ওই জমির মালিক। তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় বলে এলাকার লোকজন বলছেন। এ কারণে ভবন করার ক্ষেত্রে যথাযথ নিয়ম মানেননি বলেও তাদের দাবি।
ঘটনাস্থল পরিদর্শন করে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।