ডিঙ্গেদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদরের ছয়মাইলে দুই পাখিভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শহিদুল ইসলাম (৬০) নামের এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার সকাল ১০টার দিকে ছয়মাইল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহত শহিদুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের খাসকড়া গ্রামের পশ্চিমপাড়ার মৃত আরজান মন্ডলের ছেলে।
আহত শহিদুল ইসলাম বলেন, আমরা পাখিভ্যানযোগে ধান নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে সরোজগঞ্জ বাজারে যাচ্ছিলাম। এ সময় ছয়মাইলে পৌছালে বৃষ্টির জন্য রাস্তার একপাশে ভ্যানটি দাড় করিয়ে পলিথিন দিয়ে ধান ঢেকে দিচ্ছিলাম। ঠিক এ সময় আরেকটি পাখিভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে আমি ছিটকে পাকা রাস্তার উপর পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, বৃদ্ধ শহিদুল ইসলামের দুই কান, মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তির পরামর্শ দিয়েছি।