আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে এরশাদপুর মাগুরা পাড়া জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড আমীর শামসুল আরেফীন রিপন এবং সঞ্চালনায় ছিলেন পৌর যুব বিভাগের সেক্রেটারী নাজমুস সালেহীন।
সাধারণ সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা সহকারী সেক্রেটারী ও চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, দেশে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে আদর্শিক প্রস্তুতির পাশাপাশি জনগণের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। প্রত্যেক ওয়ার্ডে আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, পৌর জামায়াতের সেক্রেটারী মসলেম উদ্দিন, ৪ নং ওয়ার্ডের আমীর মোশাররফ হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন ৪ ও ৫ নং ওয়ার্ডের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।