আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার বাদেমাজু বাদল স্মৃতি একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ নুর মোহাম্মাদ হোসাইন টিপু।
তিনি যোগ্য প্রার্থী হওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর তাঁকে আগামী ছয় মাসের জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি (এডহক) সভাপতি পদে নির্বাচিত করেন। বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম বলেন,স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নুর মোহাম্মদ হোসাইন টিপু একজন প্রতিষ্ঠিত সমাজসেবক নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ আনন্দিত। তাছাড়া তিনি এই স্কুলের শিক্ষার্থী ছিলেন।
ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়ে নূর মোহাম্মদ হোসেন টিপু বলেন বাদে মাজু বাদল স্মৃতি একাডেমী উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জনাব নূর মোহাম্মদ হোসাইন টিপু ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়াই সকল স্তরের জনতা, স্থানীয় সুধীজন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
বিষয়টি নিয়ে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি নূর মোহাম্মদ হোসাইন টিপুর কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন সভাপতি হিসেবে আমি সর্বোচ্চটা উজার করে অত্র বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকরী পদক্ষেপ অব্যাহত রাখিব ইনশাল্লাহ।