চুয়াডাঙ্গা জামায়াতের রুকন শপথ অনুষ্ঠানে জেলা আমীর রুহুল আমীন

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জামায়াতের রুকন শপথ অনুষ্ঠানে জামায়াতের জেলা আমীর রুহুল আমিন বলেছেন, আত্ম গঠনের প্রথম ধাপ রুকনিয়াতের শপথ। একজন কর্মী দীর্ঘ পথ পরিক্রমার পর সে রুকন হয়। এই মান যদি সে আমৃত্যু ধরে রাখতে পারে, পরবর্তী জগতে আমি মনে করি সে ধন্য। গতকাল রবিবার বেলা ৪টায় বিলাল কিন্ডারগার্টেন স্কুলে প্রশিক্ষণ বিভাগের আয়োজনে জামায়াতের জেলা প্রশিক্ষণ বিভাগের সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে শপথ অনুষ্ঠান অনুিষ্ঠত হয়।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারী অ্যাড.আসাদুজ্জমান।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, একজন রুকন সংগঠনকে দিতে চায়, নেয় না। একজনের রুকনের খেলাফত প্রতিষ্ঠাও তার দায়িত্বের মধ্যে পরে।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, সহকারী প্রশিক্ষণ সম্পাদক ও সমাজ কল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, দর্শনা সাংগঠনিক থানার আমীর ও সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা রেজাউল করিম, সদর আমীর বিলাল হোসাইন, গাংনী আসমানখালী থানার আমীর আব্বাস উদ্দিন, আলমডাঙ্গা পৌর প্রশিক্ষণ সম্পাদক শফি উদ্দিন, দর্শনা থানার প্রশিক্ষণ মাযহারুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা প্রশিক্ষণ সম্পাদক বিলাল হোসাইন, চুয়াডাঙ্গা পৌর প্রশিক্ষণ সম্পাদক ইকবাল হোসাইন ও সদর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সাজিবুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য- ১৯৮৬-৮৭ সালে কুষ্টিয়া সাংগঠনিক জেলা থেকে চুয়াডাঙ্গা জেলা বিভক্ত হয় । এই ৩৯ বছরে জামায়াতের ইতিহাসে চুয়াডাঙ্গায় একদিনে ১৭২ জনের রুকন শপথ একটি রেকর্ড।
এদিকে জীবননগর উপজেলার ভিন্ন ভিন্ন স্থানে পথসভায় অনুষ্ঠিত হয়েছে। পথসভায় রুহুল আমিন বলেন আমরা একটি কল্যাণমুলক সমাজ কায়েম করতে চায়, যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে না, যেখানে কোন ভেদাভেদ থাকবে না, যেখানে চাকরির জন্য টাকার বস্তা লাগবে না, কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না, কেউ বস্ত্রহীন থাকবে না এমন একটা কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি। আমরা রাজনীতি করতে চায় নিজের জন্য না আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য।
গতকাল রবিবার রাত সাড়ে সাতটায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন এর অনন্তপুর গ্রামে, রাত ৮ ঘটিকায় উথলী ইউনিয়ন এর রেলগেটে, ৮:২০ মিনিটে উথলী রেল ষ্টেশন সংলগ্ন বাজারে, বাদ এশা আন্দুলবাড়ীয়া ইউনিয়ন এর ডুমুরিয়া গ্রামের পথসভায় এসব কথা বলেন তিনি।
জেলা আমির ও সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন এর সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, জেলা তারবিয়াত সম্পাদক মো জিয়াউল হক, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জেলা তালিমুল বিভাগের সভাপতি মাওলানা মহি উদ্দিন, জেলা মাজলিসুল মোফাসসিরিন-এর সভাপতি মাওলানা হাফিজুর রহমান, উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, পজেলা নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন, উপজেলা সেক্রেটারি সাখাওয়াত হোসেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *