স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা উপজেলার নওদা দূর্গাপুর গ্রাম থেকে একটি মা পাতি সরালি পাখি ও তার ১০টি বাচ্চা উদ্ধার করে নিরাপদে প্রকৃতিতে অবমুক্ত করেছে জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থা আলমডাঙ্গা। গত ২৭ জুন শুক্রবার বিকালে রকিবুল ইসলাম (৩৫) নামের এক ব্যাক্তি কুমার নদের অববাহিকায় চাষের জমি থেকে পাখিগুলো ধরে আনে। একই গ্রামের এক তরুণের ফোন কল পেয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থা অতিদ্রুত ঘটনাস্থলে যায়। এবং স্থানীয়দের সহযোগিতায় মা পাতি সরালির সাথে ফুটফুটে ১০টি বাচ্চা উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়। তারপর স্থানীয়দের পাতি সরালি হাঁস সমন্ধে প্রাথমিক সচেতন করা হয়, সেই সাথে লিফলেট বিতরণ সহ বন্যপ্রাণী ধরা, ক্রয়, বিক্রয় এবং পরিবহনের আইন কানুন মানার পরামর্শ প্রদান করা হয়।
এসময় জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার সাধারণ সম্পাদক শাকিল আহমেদ।সহ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান, দপ্তর সম্পাদক আল রাব্বি উপস্থিত ছিলেন।
আলমডাঙ্গাা নওদা দূর্গাপুর গ্রাম থেকে সরালি মা পাখিসহ ১০টি বাচ্চা উদ্ধার
