স্টাফ রিপোর্টার
ভারতীয় মাদক ও অবৈধভাবে সীমান্ত পারাপারকারী ৩ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত দুই দিনে বিজিবি মহেশপুর ও জীবননগর সীমান্তে অভিযান পৃথক চালিয়ে যৌন উত্তেজক ট্যাবলেট, মদ ও ভারতীয় ঔষধসহ অবৈধপথে সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসার সময় ৩ জনকে আটক করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, শুক্রবার রাত ৯টার দিকে জীবননগর উথলী বিওপি’র সীমান্ত পিলার-৭৩/২-এস ৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর গ্রামের মাঠের মধ্যে হতে নায়েক মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২০ বোতল ভারতীয় মদ ও ৪০০ পিচ যৌন উত্তোজক ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন রাত ১০ টার দিকে পৃথক অপর অভিযান চালিয়ে জীবননগরের রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭১/৯-এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের মোঃ ছেন্টু মিয়ার পান বাগানে নায়েব সুবেদার মোঃ ভূইয়া ইকবাল হোসেন এর নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ভারতীয় ঔষধ (অছটজওঝ ঈঅখঠওঞউ৩ ঞধনষবঃ) ৭৩৫ পিচ উদ্ধার করা হয়। অপরদিকে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৪১-আর হতে ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের বটতলা মোড় হতে হাবিলদার মোঃ সাইফুর রহমান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময় ৩ জন বাংলাদেশীকে আটক করা হয়। এদের মধ্যে পুুরুষ জন ও নারী ১ জন। আটক পুরুষরা হলো শান্তি রাম বিশ্বাস (২৮) ও উজ্জল বিশ্বাস (৪০)। এরা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার অধিবাসী।