আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে পাঁচলিয়া বাজারে এক আলোচনা সভার মাধ্যমে এই কমিটি ঘোষণা করেন
অনুষ্ঠানে সভায় সভাপতিত্ব করেন জামজামি ইউনিয়ন কৃষকদলের সভাপতি ফারুক মিয়া। এসময় প্রধান অতিথি ছিলেন জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি আলম শাহ। তিনি বলেন, দেশের অর্থনীতির মেরুদণ্ড কৃষক, অথচ আজ সবচেয়ে অবহেলিত হচ্ছে এই শ্রেণিটি। বর্তমান সরকার কৃষকের পক্ষে কথা বলে না, বরং কৃষকের ঘাম ঝরানো ফসলের ন্যায্য মূল্য দিতে ব্যর্থ হয়েছে। বিএনপি কৃষকদের অধিকার আদায়ে অঙ্গীকারবদ্ধ। কৃষকদলকে সংগঠিত করে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দল যাদের ওপর দায়িত্ব দিয়েছে, তাদের সৎভাবে তা পালন করে জনগণের আস্থা অর্জন করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে কৃষকদলকে সম্মুখভাগে থাকতে হবে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জামজামি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পলাশ আহমেদ। তিনি নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, তৃণমূলে কৃষকদলের কার্যক্রম জোরদার করতে ইউনিয়ন নেতাদের আরও সক্রিয় হতে হবে।
আরো উপস্থিত ছিলেন জামজামি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক এস.এম. নাজমুল করীম মিল্টন, আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক আল মামুন হোসেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লুৎফর রহমান ও রমজান আলী, সাংগঠনিক সম্পাদক আজলুর রহমান, যুবদল নেতা সালাম শাহ ও শামীম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান আলী ও সদস্য সচিব ডা. আবুল কালাম, মহাশিন আলী প্রমুখ।
ঘোষিত ২১ সদস্যের নতুন কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি ওয়াদুদ হোসেন, সাধারণ সম্পাদক সাহাদত হোসেন, সিনিয়র সহ-সভাপতি ওমর আলী, সহ-সভাপতি জাহাঙ্গীর আলী, সহকারী সেক্রেটারি আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক সাদ আলী, সহকারী সাংগঠনিক সম্পাদক আইনুদ্দিন, ক্রীড়া সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন, সদস্য বিশারত আলী, সাহেব আলী, চতুর আলী, উসমান আলী, সেন্টুর রহমান, মেমকুল, জালাল উদ্দিন, রিপন আলী, বকুল হোসেন, রাহেন উদ্দিন, সৈকত আলী ও শংকর কুমার।
অনুষ্ঠানে জামজামি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, সুপার ফোর নেতৃবৃন্দসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
জামজামি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে কৃষকদলের কমিটি গঠিত
