কলম্বো টেস্টে দ্বিতীয় দিনটি হতাশার কেটেছিল বাংলাদেশের। সারা দিনে মাত্র দুই উইকেটের দেখা পেয়েছিল সফরকারীরা। অন্যদিকে পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে দুর্দান্ত এক দিন কাঁটিয়েছিল শ্রীলঙ্কা। তবে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে তাইজুল ইসলামের ৫ উইকেট শিকারে ৪৫৮ রানে অলআউট হয়েছে লঙ্কানরা। এতে ২১১ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।
পাথুম নিশাঙ্কা ১৪৬ ও প্রবাথ জয়সুরিয়া ৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন। দিনের শুরুতেই দেড়শো রানের কোটা পূরণ করেন নিশাঙ্কা। তবে এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি এই লঙ্কান ওপেনার। ১৫৮ রানে কাটা পড়েন তিনি।
নিশাঙ্কাকে আউট করে তৃতীয় দিনে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম। এরপর দ্রুতই আরও জোড়া উইকেট তুলে নেয় টাইগাররা। ধনাঞ্জয়া ডি সিলভা ৭ ও জয়সুরিয়া ১০ রান করে সাজঘরে ফিরে যান।
এরপর কামিন্দু মেন্ডিস ও কুশল মেন্ডিস মিলে রানের চাকা সচল রাখেন। বড় জুটি গড়ার চেষ্টা করেন এই দুই ব্যাটার। তবে দলীয় ৩৮৪ রানে ৪১ বলে ৩৩ রান করে আউট হন কামিন্দু।
এরপর ক্রিজে আসা সোনাল দিনুশাকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন কুশল। তবে দুবিধা করতে পারেননি দিনুশা। ১১ রান করে ফিরে যান তিনি।
দিনুশার বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। তবে একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন কুশল। এরপরও একাই লড়াই চালিয়ে যান তিনি।
তবে ৮৪ রানে সাজঘরে ফিরে যান তিনি। আর শেষ ব্যাটার হিসেবে আশিথা ফার্নান্দো আউট হলে ৪৫৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। তাইজুল ৫টি ও নাইম হাসান নেন ৩টি উইকেট।