পতাকা বৈঠকের মাধ্যমে ১৯ জন বাংলাদেশীকে ফেরত দিলো বিএসএফ

স্টাফ রিপোর্টার

মহেশপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১৯ জন বাংলাদেশীকে ফেরত দিলো বিএসএফ। বুধবার (২৫ জুন) বিকালের দিকে সীমান্তের শূন্য রেখায় পৃথক দুটি স্থানে ১৯ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। ভারতের বিভিন্ন স্থান থেকে ওই ১৯ বাংলাদেশীকে পুলিশ আটক করে সীমান্তে জড়ো করে।

৫৮ বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, বুধবার দুপুরে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের সুন্দর বিএসএফ ক্যাম্প কমান্ডার পলিয়ানপুর বিওপি কমান্ডারকে চিঠি দেন। চিঠিতে ১২ জন বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আগমনকালে বিএসএফ কর্তৃক আটক করা হয়েছে। এদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী ও ২ জন শিশু রয়েছে। বিএসএফ উক্ত বাংলাদেশীদেরকে ফেরত নেয়ার জন্য বিজিবি’কে অনুরোধ করে। পরে বিকালে সীমান্ত পিলার ৬০/২৯-আর (পিলার) এর নিকট শূন্য লাইন বরাবর কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর নিকট থেকে ১২ বাংলাদেশীকে গ্রহন করা হয়।

অপর ঘটনায় বেলা ২টার দিকে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়ন পাখিউড়া বিএসএফ ক্যাম্প কমান্ডার শ্যামকুড় বিওপি কমান্ডার’কে চিঠি দেন। এতে ৭ জন বাংলাদেশী নাগরিক অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে বিএসএফ কর্তৃক আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু। পরে বিকাল সাড়ে ৫ টার দিকে সীমান্ত পিলার ৬০/২৯-আর (পিলার) এর নিকট শূন্য লাইন বরাবর বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর নিকট থেকে ৭ জনকে গ্রহন করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *