জীবননগরে বিজিবির অভিযানে গাঁজাসহ যুবক আটক

জীবননগর অফিস

জীবননগর উপজেলায় সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭ শত গ্রাম গাঁজা সহ কাসেদ আলী(২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। কাসেদ আলী হরহরনগর গ্রামের কামাল হোসেনের ছেলে। এসময় তার সহযোগী আরও দুই আসামী পালিয়ে যায়।

গত মঙ্গলবার রাতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে আসামী সহ এই মাদকদ্রব্য উদ্ধার করে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মহেশপুর ৫৮ বিজিবির আওতায় জীবননগর উপজেলার বেনিপুর বিওপিতে দায়িত্বরত হাবিলদার মো.মাহফুজুর রহমান সঙ্গীয় জোয়ানসহ মঙ্গলবার রাতে সীমান্ত এলাকায় টহল ডিউটি করেন। টহল ডিউটি করাকালীন সময়ে হরিহরনগর গ্রামের মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর হতে ৭ শত গ্রাম গাঁজাসহ কাসেদ আলী নামের একজনকে আটক করা হয়।

এ সময় গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে নাজমুল হক(২৮) ও এনার উদ্দিন মন্ডলের ছেলে শাওন মন্ডল(২৫) পালিয়ে যায়। এ সংক্রান্ত বিষয়ে জীবননগর থানায় আটককৃত আসামী ও পলাতক দুই আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *