আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন আদর্শ প্রধান শিক্ষক ইলিয়াছ হোসেন

খন্দকার শাহ আলম মন্টু, আলমডাঙ্গা অফিস

একজন শিক্ষকের কথা যিনি শিক্ষক সমাজের আদর্শ মানুষ গুলোর মধ্যে অন্যতম। যিনি অনুসরণীয়, অনুকরণীয়। যিনি পরিপাটি ও পরিচ্ছন্ন মনের অধিকারী। তিনি হলেন আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াছ হোসেন। তিনি জন্ম গ্রহণ করেন মিরপুর উপজেলার কুর্শা গ্রামে ১ নভেম্বর ১৯৬৯ সালে। পিতার নাম মরহুম ইব্রাহিম মন্ডল। মাতার নাম মরহুমা জবেদা খাতুন। তিনি কুষ্টিয়া মিরপুর উপজেলার হালসা মাধ্যমিক বিদ্যালয় ১৯৮০ সালে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। ১৯৮৫ সালে এসএসসি পাস করেন। ১৯৮৭ সালে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৮৯ চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে বিএ ও  ২০২২ সালে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ থেকে মাস্টার ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে যশোর সরকারি টিটি কলেজ বিএড করেন। তিনি প্রথমে নিজ গ্রাম কুর্শা কে এম মাধ্যমিক বিদ্যালয় ১ জুন ১৯৯১ সাল থেকে ৩১ জুলাই ১৯৯৮ পর্যন্ত সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা করেন। পরে তিনি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার ডাউকি বশিরা মালিক মাধ্যমিক বিদ্যালয় ১ আগষ্ট ১৯৯৮ সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে ৩১ মে ২০০২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১ জুন ২০০২ সালে আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তাছাড়া তিনি ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরিশেষে গত ১৭ এপ্রিল থেকে ২০২৫ থকে  প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে চলেছেন। একজন আদর্শ প্রধান শিক্ষক হিসেবে যে সকল গুণ থাকা আবশ্যক প্রায় সবগুলো গুণই তাঁর মাঝে বিদ্যামান।

একান্ত আলাপচারিতায় তিনি বলেন প্রমিত উচ্চারণে আকর্ষণীয় ভাষায় কথা বলা, নিজে উন্নত বিদ্যালেয়ের স্বপ্ন দেখা ও অপরকে দেখানো, আত্মসচেতন হওয়া, আত্ম বিশ্বাসী হওয়া আদর্শ চরিত্রের অধিকারী হওয়া, সকল কাজে সৎ থাকা, মানবিক থাকা, দায়িত্বশীল হওয়া। আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় সকল শিক্ষক ও শিক্ষার্থীরা  শিক্ষার মান উন্নয়নে অনুপ্রাণিত হয়ে সকল বিষয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন বলে আশা ব্যক্ত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *