স্টাফ রিপোর্টার
দামুড়হুদার হাতিভাঙ্গায় জামায়াতের জেলা আমীর রুহুল আমিন বলেছেন, জনগণ নব্য ফ্যাসিষ্টদের উত্থান দেখতে চায় না। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় দামুড়হুদা ৭নং ওয়ার্ড হাতিভাঙ্গা গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদের পাশে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ওয়ার্ড সভাপতি সাফায়েত উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- দামুড়হুদা উপজেলা জামায়াতের আমীর নায়েব আলী, সেক্রেটারী আবেদ-উদ-দৌলা ও উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি আবুল বাশার।
প্রধান অতিথি আরো বলেন- দুর্নীতি ও উন্নতি এক সাথে চলতে পারে না। জুলাই বিপ্লবের কারনে আমরা খোলা রাস্তায় পথসভা করতে পাচ্ছি। তিনি বলেন, এখনো উপজেলা অফিসে গেলে ঘুস ছাড়া কোন কাজ হয় না, ভূমি অফেসে গেলে ঘুস ছাড়া কোন কাজ হয় না, শিক্ষা অফিসে গেলে ঘুষ ছাড়া কোন কাজ হয় না। তিনি বলেন, গত সরকারের সময় ২৬ হাজার কোটি টাকা পাচার হয়েছে, এই টাকা গুলো দেশে ফেরৎ আনার জন্য প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানান। তিনি পথসভায় যারা উপস্থিত ছিলেন- তাদের কাছে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান।
এছাড়ও উপস্থিত ছিলেন- দামুড়হুদা ইউনিয়ন আমীর মাওলানা আবুল কাশেম, সদর ইউনিয়ন নায়েবে আমীর আলিমুদ্দিন, অর্থ সম্পাদক মতিয়ার রহমানও ৭নং সেক্রেটারি আজিজুল হক। পথ সভাশেষে তিনি হাতিভাঙ্গা থেকে মোক্তারপুর পর্যন্ত গণসংযোগ করেন। উপস্থিত জনতার নিকট নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় মার্কায় ভোট চান।