মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দু’জন নিহত

মেহেরপুর অফিস

মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক জনস্বাস্থ্য প্রকৌশলী এস এম মাহফুজুর রহমান ও এইচএসসি পরীক্ষার্থী আকমল হোসেন নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ১০ টার দিকে মেহেরপুর শহরের অদূরে বন বিভাগের সামনে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

মাহফুজুর রহমান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গাংনী উপজেলা কার্যালয়ের সহকারী প্রকৌশলী এবং আকমল হোসেন মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। সে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের আব্দুস সামাদের ছেলে। লেখাপড়ার সুবাদে মেহেরপুর শহরের শেখ পাড়ায় নানা বাড়িতে বসবাস করেন আকমল। এদিকে মাহফুজুর রহমানের বাড়ি মেহেরপুর সদর উপজেলায়। তিনি সদর উপজেলার গহরপুর গ্রামের হাসান আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে গাংনী অফিসের উদ্দেশ্যে যাচ্ছিলেন সহকারী প্রকৌশলী এস এম মাহফুজুর রহমান। একই সময়ে মেহেরপুর শহরের দিকে যাচ্ছিলেন কলেজ ছাত্র আকমল হোসেন। বন বিভাগের সামনে পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মাহফুজুর রহমান ও আকমল হোসেন রাস্তার উপরে ছিটকে পড়েন। গুরুতর যখম অবস্থায় তাদেরকে স্থানীয়রা মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার (ওসি) মেজবাহ উদ্দিন জানান, মরদেহ এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা সম্পন্ন করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *