ইসরাইলকে সতর্ক করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে কঠোর ভাষায় সতর্ক করে দিয়ে বলেছেন, যেন তারা ইরানে আর কোনো বিমান হামলা না চালায়। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় যখন ইরানের বিরুদ্ধে ‘নিয়মভঙ্গের জবাবে ব্যাপক হামলার পরিকল্পনা’ ঘোষণা করে, তখনই ট্রাম্প এ বার্তা দিলেন। খবর আল-জাজিরার।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ইসরাইল, আর বোমা ফেলো না। ফেললে তা বড় ধরনের চুক্তিভঙ্গ হবে। তোমাদের পাইলটদের এখনই ফিরিয়ে আনো!’

এর আগে ইসরাইল দাবি করছে, ইরান যুদ্ধবিরতি ভেঙেছে। এর জবাবে নতুন করে ‘তীব্র প্রতিশোধমূলক হামলা’ চালাতে চায় দেশটি। তবে ট্রাম্পের বার্তা স্পষ্ট – আর হামলা হলে তা যুদ্ধবিরতির মারাত্মক লঙ্ঘন বলে বিবেচিত হবে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রেস সেক্রেটারি ইতোমধ্যে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ‘যুদ্ধ চাইছে না’ এবং ইরানের বিরুদ্ধে আর কোনো সামরিক পদক্ষেপকে ‘অপ্রয়োজনীয় উসকানি’ হিসেবে দেখবে।

এদিকে যুদ্ধবিরতির পর ইরান এমন কোনো হামলা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তেহরানের দাবি, যুদ্ধবিরতির পর তারা কোনো মিসাইল ছোড়েনি এবং ইসরাইলের অভিযোগ ভিত্তিহীন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *