স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় ২ কেজি গাঁজাসহ আবুল কালাম নামে এক মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক মাদক ব্যবসায়ী আবুল কালাম (৪৩) জেলার দর্শনার দূর্গাপুর গ্রামের ছন্নত শেখের ছেলে। জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা পুলিশের একটি দল মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। এসআই(নিঃ) মোঃ তোরগুল হাসান সোহাগ, এএসআই(নিঃ) মোঃ আবু আল ইমরানের নেতৃত্বে একটি টিম দর্শনা টু চুয়াডাঙ্গা সড়কের পুলিশ লাইন্স ক্যান্টিনের সামনে থেকে আবুল কালামকে আটক করে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ২ কেজি গাঁজা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।