সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেফতার

অনলাইন ডেস্ক

ঢাকা নবাবগঞ্জ আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার করেছে ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ। রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা জেলা পুলিশের একটি সূত্র।

জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে গা ঢাকা দেন তুহিন। গত দশ মাস তিনি আত্মগোপনে ছিলেন। গতকাল ঢাকা জেলার ডিবি পুলিশ খবর পায় তিনি নবাবগঞ্জ অবস্থান করছেন। পরে সেই এলাকায় অভিযান চালায় তারা।

অভিযানের আগে তুহিন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই বিষয়টি শেয়ার করেছেন। তাতে তিনি জানিয়েছেন, তাকে গ্রেফতারের জন্য ঢাকা জেলার পুলিশ এসেছে। পরে তাকে গ্রেফতার করেন তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *