স্টাফ রিপোর্টার
অবৈধভাবে সীমান্ত পারাপারকারী ৫ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়েছে। গতকাল বুধবার বিজিবি মহেশপুর সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করে। এছাড়াও মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিল, মদ ও চোরাকারবারীদের ফেলে যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় ১ মাদক পাচারকারীকে আটক করা হয়।
গতকাল রবিবার সকাল ৭টার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৮-আর হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোঃ মিজানুর মেম্বারের এর বাঁশ বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ আখতার হোসেন এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময় ১ জন নারী বাংলাদেশী নাগরিক আটক করা হয়। একই দিন সকাল ৭টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭৪-আর ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর গ্রামের মোঃ হাবু এর মেহগনি বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ নুরুজ্জামান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে ১ জন পুরুষ, ১ জন নারী ও ২ শিশু।
অপরদিকে গতকাল সকাল ৯টার দিকে মাধবখালী বিওপি’র মেইন পিলার-৬৯/২-এস হতে ১ কিলোমটিার বাংলাদেশের অভ্যন্তরে মিয়া মোড় তেঁতুল গাছ পাকা রাস্তার উপর হতে নায়েক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের ইমরান বাবুকে (৩৫), আটক করা হয়। উদ্ধার করা ২২ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ০১টি মোটরসাইকেল। এছাড়া নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৭/এমপি হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের মোঃ নবাব আলীর আম বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ রমজান আলী এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৪৭ বোতল মদ উদ্ধার করা হয়। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান উপরোক্ত তথ্য জানান।
অবৈধভাবে সীমান্ত পারাপারকারী ৫ জন বাংলাদেশী আটক, মদ ও ফেন্সিডিল উদ্ধার
