স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার নেহালপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ৮ম শ্রেণীর শিক্ষার্থীর করুন মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ৮ টার দিকে দূঘটনাটি ঘটে
জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে নেহালপুর গ্রামের পূর্বপাড়ার রুহুল মন্ডলের ছেলে রফি ওরফে শুভ তার দাদার ঘরের ফ্যান লাইন মেরামত করছিলো। মেইন সুইজ বন্ধ না করে কাজ করার সময় অসাবধানতাবসত এ সময় বিদ্যুতপৃষ্ট হয়ে মারাক্তকভাবে আহত হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। নিহত শুভ স্থানীয় শ্রীকোল বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। নিহত শুভর চাচাতো ভাই মুক্তার বলেন, শুভরা নতুন একটি রুম তৈরী করেছে। সেখানে বিদ্যুত সংযোগ নেই। শুভ ওই রুমে বিদ্যুত সংযোগ দিতে গিয়ে দূর্ঘটনাটি ঘটে। শুভরা এক ভাই ও এক বোন। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চুয়াডাঙ্গার নেহালপুরে বিদ্যুতস্পৃষ্ট ৮ম শ্রেণীর শিক্ষার্থীর করুন মৃত্যু, এলাকায় শোকের ছায়া
