স্টাফ রিপোর্টার
দর্শনায় ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে দর্শনা থানা পুলিশ এ মাদক বিরোধী অভিযান চালিয়।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের দপ্তর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সনিয়ে মাদকবিরোধী অভিযান চালায়। তারা রাত ঘটনার সময় রাত ৮টার দিকে দর্শনা মোবারকপাড়া রেল কলোনীর ধৃত আসামী মোছাঃ ডলি খাতুনের বাড়িতে অভিযান চালায়। এ সময় ডলি খাতুনের বাড়ি থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ সাড়ে ১০ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক ডলি খাতুন মোবারক পাড়ার কুদ্দুসের স্ত্রী। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
দর্শনায় ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক
