কার্পাসডাঙ্গা প্রতিনিধি
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামে ৩২ বছর পর বিজ্ঞ আদালতের রায় নিয়ে জমি ফেরত পেলো প্রকৃত মালিকরা। জানা গেছে, বাঘাডাঙ্গা গ্রামের ঘাট পাড়ার মৃত ফজলুর স্ত্রী মনোয়ারা দিগং এর জমি নিয়ে বিরোধের মামলা চলে আসছে একই পাড়ার মৃত ময়েজউদ্দীনের ছেলে মংলার সাথে।৫ দাগে ৮৪ শতক জমি নিয়ে দীর্ঘ বিরোধের জেরে একাধিক মামলায় জড়িয়েছে উভয় পক্ষ। সব শেষ বিজ্ঞ আদালতের রায় আসে মনোয়ারা দিগং এর পক্ষে। যার ফলে গতকাল শনিবার চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালত থেকে নিযুক্ত কর্তারা এসে ঢোল পিটিয়ে প্রকৃত মালিকদের জমি আমিন দিয়ে মেপে বুঝ করে দেন ও লাল পতাকা টানিয়ে দেন
সর্বমোট ৫ টি দাগে ৮৪ শতক জমির মধ্য ৬ দাগে ১৯.২৮, ৩ দাগে ১৫.৭২ শতক ৩৯৯ দাগে ৬ শতক, ২৭২ দাগে ১৩ শতক ২০৩ দাগে ৩০ শতক জমি বুঝিয়ে দেওয়া হয়। জমির মালিকরা দীর্ঘ বছর আইনি লড়াই শেষে তাদের জমি বুঝে পাওয়া তারা আইন আদালতের প্রতি সম্মান রেখে বলেন দীর্ঘ বছর পর হলেও আমরা ন্যায় বিচার পেয়েছি এতে করে আমরা খুশী।আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে আজকে।
বাঘাডাঙ্গায় ৩২ বছর পর আদালতের আদেশে জমি বুঝে পেলেন প্রকৃত মালিকরা
