সরোজগঞ্জ প্রতিনিধি
সদর উপজেলার বদরগঞ্জ আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের দীর্ঘদিন ধরে ম্যানেজিং কমিটি না থাকাই, বিভিন্নভাবে ভোগান্তির মধ্যে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রীরাসহ অভিভাবকরা, অবশেষে বিদ্যালয়টির নতুনভাবে ম্যানেজিং কমিটির নির্বাচন করে দেন, যশোর শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক ড. কামরুজ্জামানের স্বাক্ষরীত গত শনিবার ১৫-০৬-২৫ ইং তারিখে অ্যাডহক কমিটির চিঠি আসে বদরগঞ্জ আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ে, এতে উল্লেখ করা হয়েছে যে, উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন বদরগঞ্জ আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয় -এর নিয়মিত ম্যানেজিং কমিটি, স্মারক সংখ্যা, -৬/৫৫০৬/৩৭.১১.৪০৪১.৫০১.০১.৬.২০,২২৪২৮ উপর্যুক্ত বিষয় ও সুত্রের প্রেক্ষিতে নির্দেশক্রয়ে প্রথানে যাচ্ছে সে মুরামান্স জেনয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে ০৩-১২-২০২৪ ১১৪০০০০০০.২০মির উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বন্দের যোগাচিক ও উচ্চ প্রাথমিক স্বরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও মানেজিং কমিটি) প্রবিধানমাল-২০২৪ এর প্রতি ৬৪ এই প্রবিধান (১) এর অধীনে নিদিস্য/সদস্য সমন্বয়ে গঠিত অ্যাডহক কমিটি পত্র ইস্যুর তারিখ হতে অনতিক ০৬ (ছয়) মাসের জন্য অনুমোদন দেয়া হলো।
প্রধান শিক্ষকের ২২-০৬-২০২৫ তারিখের অনলাইন আবেদন আইডি ০১.(সভাপতি বোর্ড কর্তৃক মনোনীত) জনাব মোঃ নজরুল ইসলাম, ০২.সাধারণ শিক্ষার সদস্য জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত),মুহম্মদ শহীদুল ইসলাম, ০৩ অভিভাবক সদস্য (উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত), মোশারেফ হোসেন, ০৪.প্রধান শিক্ষক, আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয় (সদস্য সচিব), দশমাইল বদরগঞ্জ আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিংক কমিটির সভাপতি নির্বাচিত হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিংক কমিটির সভাপতি নজরুল ইসলাম নজু, কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যরা।
বদরগঞ্জের আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
