মেহেরপুর অফিস
মেহেরপুরে প্রস্তাবিত মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের স্থান নির্বাচন ও একাডেমিক কার্যক্রম শুরুকে কেন্দ্র করে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় জেলা শহরের সার্কিট হাউজ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। তিনি বলেন, “চলতি সেশনেই মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম শুরু করার লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি।” তিনি বিশ্ববিদ্যালয়ের দ্রুত স্থান নির্ধারণ, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য মানসম্পন্ন একাডেমিক পরিবেশ নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. বখতিয়ার উদ্দিন বলেন, “এটি মেহেরপুরবাসীর বহুদিনের প্রত্যাশা। আমরা সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দ্রুতই শুরু করতে চাই।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার জামিল খান, মেহেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম এবং সদর থানার অফিসার ইনর্চাজ শেখ মেজবাহ উদ্দিনসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
স্থানীয়দের আশা, বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু হলে মেহেরপুরের শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের স্থান নির্বাচন ও একাডেমিক কার্যক্রম শুরুর লক্ষে মতবিনিময় সভা
