স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ছাত্রদল নেতা নাজমুল আরেফিন কিরণকে নামে এক যুবককে গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়া বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত নাজমুল আরেফিন কিরণ (৩৪)শহরের গুলশানপাড়ার মৃত জিন্নাত আলীর ছেলে। এ ঘটনায় কিরনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে দিকে চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন নুসরাত জারিনের নেতৃত্ব সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম অস্ত্র উদ্ধারের অভিযানে নামে। ভোর রাত ৪ টা থেকে সকাল ৭ পর্যন্ত চালানো অভিযানের সময় শহরের গুলশানপাড়ার একটি বাড়ি থেকে নাজমুল আরেফিন কিরন নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার বাড়ির বিভিন্ন স্থান থেকে একটি থ্রি নট থ্রি রাইফেলের বডি (অংশ বিশেষ), ১৮টি দেশীয় অস্ত্র, ৩টি চাপাতি, ৬টি বড় ছুরি, ৩টি রামদা, ৬টি তরবারি, একটি ল্যাপটপ ও ৩টি মোবাইলফোন উদ্ধার করা হয়। বেলা সাড়ে ৩ টার দিকে কিরনকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। কিরন জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, কিরনের নামে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বে মামলা আছে কিনা সেটা দেখে আজ আদালতে পাঠানো হবে।
এদিকে এদিকে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে , সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আরেফিন কিরণকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।