গাংনীতে নতুন করে দু’জন করোনা আক্রান্ত সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ

অনলাইন ডেস্ক

মেহেরপুরের গাংনী উপজেলায় নতুন করে দু’জন করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তারা দু’জনই বর্তমানে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

সেই সঙ্গে প্রস্তুত করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলারও পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত সোমবার (১৬ জুন) করোনা পরীক্ষায় জন্য তিনজনের নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে গাংনী ডিগ্রী কলেজপাড়ার মৃত রমজান উকিলের স্ত্রী রুনা খাতুনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।

দুই দিনের ব্যবধানে বুধবার (১৮ জুন) আরও তিনজনের নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে বামন্দী চেরাগীপাড়ার জিয়াউল হকের ছেলে কালামের করোনা পজেটিভ রিপোর্ট আসে।

আত্রাইয়ে নবাগত ওসি হিসেবে মো. আব্দুল মান্নানের যোগদান
এর পরপরই স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য প্রচারনা শুরু করেন। সেই সাথে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সুপ্রভা রানী জানান, করোনায় আক্রান্ত দু’জনের মধ্যে কেউই হাসপাতালে ভর্তি হননি।

তাদের অবস্থা স্থিতিশীল এবং তারা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাস শনাক্তকরণে পরীক্ষার জন্য পর্যাপ্ত এন্টিজেন কীট মজুদ রয়েছে।

করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ও হাসপাতালে নিয়মিতভাবে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে বলেও জানান তিনি। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সকলকে মাস্ক পরিধান,

সামাজিক দূরত্ব বজায় রাখা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের ব্যবস্থাপত্র নেওয়ার পরামর্শ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই কর্মকর্তা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *