অনলাইন ডেস্ক
সাতসকালে ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। হামলার পর জেরুজালেম ও তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার (১৯ জুন) এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করেছে এবং ইসরায়েলজুড়ে সাইরেন বাজানো হচ্ছে। পাশাপাশি প্রতিরক্ষা ব্যবস্থা ‘হুমকি’ প্রতিহত করার জন্য কাজ করছে।
নতুন করে ইরানের এই হামলার প্রেক্ষিতে কর্তৃপক্ষ জনসাধারণকে আশ্রয়কেন্দ্রে প্রবেশ করতে নির্দেশনা দিয়েছে। একইসাথে “পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত” সেখানে থাকার আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম বলছে, মধ্য ও দক্ষিণ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতের খবর পেয়ে চিকিৎসকরা সেখানে ছুটে গেছেন। এ হামলায় ইসরায়েলে ৩০ জন আহত হয়েছেন, তাদের মধ্যে অনন্ত দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বে’র শেভার সোরোকা হাসপাতালে ইরানের ক্ষেপণাস্ত্ হামলায় ছাদ ধসে আহত হওয়ার এ ঘটনা ঘটে। অন্যদিকে, এ হামলাকে ‘ইরানি শাসকগোষ্ঠীর দ্বারা সংঘটিত একটি যুদ্ধাপরাধ’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী উরিয়েল বুসো।
জেরুজালেম পোস্ট জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির বীরশেবার সোরোকা হাসপাতালে আঘাত হানে। এছাড়া মধ্য ইসরায়েলজুড়ে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে, পাশাপাশি আরও বেশ কয়েকটি স্থানে সরাসরি আঘাত হানার খবর পাওয়া গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানি ভূখণ্ড থেকে কমপক্ষে ২০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।