আ.লীগকে নেব না, ভালো মানুষদেরও বাদ দেব না: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক


আওয়ামী লীগকে নেওয়া হবে না, তবে যারা ভালো মানুষ, তাদেরকেও বাদ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৮ জুন) রাজধানীর উত্তরায় দলের সদস্য নবায়ন কর্মসূচিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদবিরোধী দলগুলোর নেতারা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ায় আওয়ামী লীগ যে অপকর্ম করেছে, তা আমরা আজ ভুলে যাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা আওয়ামী লীগকে নেব না, তবে যারা ভালো মানুষ, তাদেরও বাদ দেব না।

১৭ বছরের রাজনৈতিক নিপীড়নের কথা তুলে ধরে এ সময় বিএনপি মহাসচিব বলেন, এই দীর্ঘ সময়ে মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছে। তাদের একমাত্র চাওয়া গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়া। আমাদের আন্দোলন সেই অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে।

নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, যারা নির্বাচন চায় না, তারা জানে নির্বাচন এলে যেসব সুযোগ-সুবিধা এখন পাচ্ছে, তা আর পাবে না। তাই তারা বাধা তৈরি করছে।

লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যকার অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠক নিয়েও কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, এ ধরনের বৈঠক রাজনীতিতে বিরল। তবে বৈঠক নিয়ে অনেকে অসন্তুষ্ট।

জোর করে নয়, ভালোবেসে জনগণের ভোট নিতে হবে বলেও এ সময় মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *