অনলাইন ডেস্ক
গাজা থেকে আহত সৈন্যদের সরিয়ে নিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী।
দক্ষিণ গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) আরও দুই সেনা কর্মকর্তাসহ নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার (১৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
সামরিক বাহিনী নিহত এক ব্যক্তিকে ইসরায়েলের গোলানি ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নের ২০ বছর বয়সী সার্জেন্ট হিসেবে শনাক্ত করেছে।
এছাড়া, একই ইউনিটের আরও তিনজন সৈন্য গুরুতর আহত হয়েছেন। আহত তিনজনকে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
বিস্ফোরণে কেঁপে উঠল ইসরাইলের প্রধাননগরী তেলআবিব, মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, দক্ষিণ গাজায় গোলানি ব্রিগেডের ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের ২৮ বছর বয়সী একজন ক্যাপ্টেনও নিহত হয়েছেন।
একই দিনে একাধিক সৈন্যের হতাহত হওয়ার ঘটনা গাজায় ইসরায়েলি বাহিনীর জন্য চ্যালেঞ্জিং পরিস্থিতি নির্দেশ করে।
এই হতাহতের ঘটনাগুলো এমন সময়ে ঘটছে যখন ইসরায়েল গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ও ইরান-ইসরায়েল সংঘাতও তীব্র আকার ধারণ করেছে।