জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন ইউএনওসহ বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক দল ও ব্যক্তির শুভেচ্ছা

জীবননগর অফিস
জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জীবননগর প্রেসক্লাব ভবনে সাবেক সাধারণ সম্পাদক ও জীবননগর সাংবাদিক সমিতির বর্তমান কমিটির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সর্বসম্মতি ক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন এনটিভি অনলাইন ও দৈনিক আজকের পত্রিকার জীবননগর উপজেলা প্রতিনিধি রিপন হোসেন। যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন বাংলা এডিশন ও ইংরেজি দৈনিক কান্ট্রি টুডের জীবননগর প্রতিনিধি আসীম সাঈদ। এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি শেখ শহীদ, দৈনিক আকাশ খবরের প্রতিনিধি মতিয়ার রহমান ও দৈনিক আজকের বসুন্ধরা প্রতিনিধি আমিনুর রহমান নয়ন।


কমিটি গঠন উপলক্ষে সভায় উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক ও প্রকাশক, দৈনিক আজকের চুয়াডঙ্গা পত্রিকার জীবননগর ব্যুরো প্রধান শামসুল আলম, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল মাহাতাব মানিক, সিনিয়র সাংবাদিক আব্দুর রশিদ, মোহাম্মদ আবদুল্লাহ, চাষী রমজান, মহিবুল ইসলাম মুকুল, হাফেজ আবু বক্কর সিদ্দিক, ওমর ফারুক, রমজান আলী, রাজেদুল ইসলাম, আল আমিন মোল্লা, আহমেদ সগীর, মনিরুজ্জামান রিপন, মুকুল, এ এস এম রকি প্রমুখ।
বিকেলে জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমীন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও বস্তুনিষ্ঠু সংবাদ প্রকাশের আহ্বান জানান।
উল্লেখ্য, ৫ আগস্টের পর থেকে বন্ধ ছিল প্রেসক্লাবের সকল কার্যক্রম। আর গত ১৩ এপ্রিল জীবননগর প্রেসক্লাবের কমিটির মেয়াদোত্তীর্ণ হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *