বিশ্বকাপে জ্যোতিদের ম্যাচ কবে-কখন-কোথায়

খেলাধুলা ডেস্ক

শঙ্কা ছিল টুর্নামেন্ট পেছানোর। সেটি হয়নি। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো সোমবার জানিয়েছে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের সূচি। ৮ দলের পঞ্চাশ ওভারের আসর শুরু হবে সেপ্টেম্বরের শেষদিকে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২ অক্টোবর। ৩১ ম্যাচের বিশ্বকাপে ফাইনাল বসবে নভেম্বরের ২ তারিখ।

আইসিসি আগেই জানিয়েছিল, হাইব্রিড মডেলে হবে এবারের নারী বিশ্বকাপ। আজ জানা গেছে, আয়োজক ভারতে যাবে না পাকিস্তান। তারা গ্রুপ পর্বসহ সব ম্যাচ খেলবে শ্রীলংকায়। পাকিস্তান ছাড়াও কয়েকটি ম্যাচ আয়োজন করবে লংকানরা।

৩০ সেপ্টেম্বর ভারত-শ্রীলংকা ম্যাচ দিয়ে শুরু ওয়ানডে বিশ্বকাপ। ব্যাঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

প্রকাশিত সূচি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ভারত-শ্রীলংকা ম্যাচ দিয়ে শুরু ওয়ানডে বিশ্বকাপ। ব্যাঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। নিগার সুলতানা জ্যোতিদের টুর্নামেন্ট শুরু হবে ২ অক্টোবর। কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে টাইগ্রেসরা।

রাউন্ড-রবিন পদ্ধতিতে হওয়া নারী বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশ সাত ম্যাচ খেলবে চার ভেন্যুতে। যার মধ্যে বিশাখাপত্তনমেই খেলবে তিন ম্যাচ। দুটি শ্রীলংকার কলম্বোতে। বাকি দুটি ম্যাচ গুয়াহাটি ও ব্যাঙ্গালুরুতে। গ্রুপ পর্বে জ্যোতিদের শেষ ম্যাচ ২৬ অক্টোবর, ভারতের বিপক্ষে।

ক্রিকইনফো জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হয়ে নারী বিশ্বকাপ শেষ হবে ২ নভেম্বর। রাউন্ড-রবিন পদ্ধতির লিগ পর্বে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ৫ অক্টোবর। গ্রুপ পর্ব শেষে প্রথম সেমিফাইনাল হবে ভারতের গুয়াহাটি। দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনাল হবে ব্যাঙ্গালুরুতে। তবে পাকিস্তান কোয়ালিফাই করলে তখন খেলা হবে কলম্বোয়।

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ

পাকিস্তান কলম্বো২ অক্টোবরসাড়ে ৩টা
ইংল্যান্ডগুয়াহাটি ৭ অক্টোবরসাড়ে ৩টা
নিউজিল্যান্ডবিশাখাপত্তনম ১০ অক্টোবরসাড়ে ৩টা
দক্ষিণ আফ্রিকাবিশাখাপত্তনম ১৩ অক্টোবরসাড়ে ৩টা
অস্ট্রেলিয়া বিশাখাপত্তনম ১৬ অক্টোবরসাড়ে ৩টা
শ্রীলংকা কলম্বো ২০ অক্টোবরসাড়ে ৩টা
ভারত ব্যাঙ্গালুরু২৬ অক্টোবরসাড়ে ৩টা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *