জীবননগর অফিস
জীবননগর প্রেসক্লাবের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার জীবননগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জীবননগর সাংবাদিক সমিতির বর্তমান কমিটির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে সভা শেষে সর্বসম্মতিতে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন এনটিভি অনলাইন ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি রিপন হোসেন। যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন বাংলা এডিশন ও ইংরেজি দৈনিক কান্ট্রি টুডের অসীম সাঈদ। এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি শেখ শহীদ, দৈনিক আকাশ খবরের প্রতিনিধি মতিয়ার রহমান ও দৈনিক আজকের বসুন্ধরা প্রতিনিধি আমিনুর রহমান নয়ন।
কমিটি গঠন উপলক্ষে সভায় উপস্থিত ছিলেন সিয়িয়র সাংবাদিক সামসুল আলম, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল মাহাতাব মানিক, সিনিয়র সাংবাদিক আব্দুর রশিদ, চাষী রমজান, মহিবুল ইসলাম মুকুল, আবু বক্কর সিদ্দিক, মো. ওমর ফারুক, রমজান আলী, রাজেদুল ইসলাম, আল আমিন মোল্লা, আহমেদ সগীর, মনিরুজ্জামান রিপন, মুকুল, এ এস এম রকি প্রমুখ।