স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গার নুর মোহাম্মদ মেমোরিয়াল প্রাইভেট ক্লিনিকে অপারেশনের একদিন পর রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ১২ জুন শুক্রবার আলমডাঙ্গা উপজেলার নুর মোহাম্মদ মেমোরিয়াল প্রাইভেট ক্লিনিকে শিল্পী খাতুন নামে এক মহিলার গলব্লাডার (পিত্তথলি) অপারেশন করা হয়। কুষ্টিয়া ইবির থানার হাবিবুর রহমানের স্ত্রী শিল্পী খাতুনের অপারেশন করেন চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন ডাঃ হাদি জিয়া উদ্দিন আহমেদ। অপারেশনের ২৪ ঘন্টা পর রোগীর শারিরীক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন। শনিবার রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রোগী শিল্পী খাতুনের মৃত্যু হয়।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডাঃ হাদি জিয়া উদ্দিন আহমেদ বলেন, শিল্পী খাতুনের গলব্লাডার অপারেশন সফলভাবে করা হয়েছে। অপারেশনের ২৪ ঘন্টা পর রোগী বাথরুমে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। টেষ্ট করে দেখা যায় শিল্পি খাতুনে হার্ট এ্যাটাক হয়েছে। তারপর আমরা উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেলে রেফার করি। পরে জানতে পারি রোগীটি মারা গেছে।