আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গার কালিদাসপুরের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্ষিয়ান নেতা এমদাদুল হক ডাবু (৫৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। গতকাল রবিবার বিকাল ৫টা ২০ মিনিটে ঢাকা পিজি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদল আলমডাঙ্গা উপজেলা শাখার সাবেক সভাপতি, আলমডাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এমদাদুল হক ডাবু।
উল্লেখ্য- এমদাদুল হক ডাবু বেশ কিছুদিন যাবত ডায়াবেটিসসহ নানান রোগে ভুগছিলেন, কিছুদিন আগে তিনি ইন্ডিয়া থেকে চিকিৎসা নিয়ে এসেছিলেন। গত শুক্রবার অসুস্থ হয়ে পড়লে প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা পিজি হাসপাতালে নেয়া হয়েছিল। তার পিতার নাম বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আব্দুল মালেক মিয়া। এমদাদুল হক বাবু পাঁচ ভাইয়ের মধ্যে মেজ। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন। তার বড় ছেলে মোহাই মেনুল হক আবির, মেজ মোমেনুল হক অংকন, ছোট মেনে নুসরাত মেহজাবীন অথই।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমের নামাজে জানাযা আজ সোমবার সকাল দশটার দিকে কালিদাসপুর অনুষ্ঠিত হবে। জানাযার শেষে কালিদাসপুর উত্তরপাড়া গোরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হবে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আখতার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টুসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল এক শোকবার্তায় বলেন, এমদাদুল হক ডাবু ছিলেন জাতীয়তাবাদী পরিবারের অকৃত্রিম বন্ধু, দলের নিবেদিত অন্তপ্রাণ মানুষ। তাঁর মৃত্যুতে দলের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল। জেলা ছাত্রদল শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছে। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা এক প্রেস বিজ্ঞপ্তি জানান।
আলমডাঙ্গায় বিএনপি নেতা মদাদুল হক ডাবুর ইন্তেকাল মাহমুদ হাসান খান বাবু ও শরীফুজ্জামান শরীফসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ
