স্ত্রীকে ফিরিয়ে আনতে বলায় মায়ের সামনেই ছেলের আত্মহত্যা

মেহেরপুর অফিস
মেহেরপুরে দ্বন্দ্বের জের ধরে দুই মাস পূর্বে স্ত্রীকে বাবার বাড়ি তাড়িয়ে দেন স্বামী। স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনার জন্য চাপ দেওয়াতেই বিষপান করে আত্মহত্যা করেছেন বাদল মল্লিক (৩৪) নামের এক দিনমজুর। বাদল মল্লিক গাংনী পৌর শহরের চৌগাছা ভিটাপাড়া এলাকার পচা মল্লিকের ছেলে।
নিহতের মা ঘিনা খাতুন জানান, আমার ছেলে ও তার স্ত্রীর মধ্যে কলহের জেরে প্রায় দুই মাস পূর্বে তাকে বাবার বাড়ি পাঠিয়ে দিই। স্ত্রীকে ফিরিয়ে আনতে বলি এতে সে ক্ষিপ্ত হয়ে গত শনিবার রাত আনুমানিক ১০টার দিকে আমার সামনেই বিষপান করে। এসময় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
গাংনী থানার অফিসার ইনর্চাজ (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, বাদল মল্লিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *