‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ কি শুরু?

অনলাইন ডেস্ক

ভবিষ্যতে চলমান ইরান-ইসরায়েল যুদ্ধ কোন দিকে মোড় নেবে, তা নিয়ে চলছে নানামুখী আলোচনা। কেউ বলছেন, এই যুদ্ধ আঞ্চলিক রূপ নেবে। এ ব্যাপারে দ্বিমত পোষণ করে কেউবা বলছেন, এটি সর্বাত্মক আকার ধারণ করবে।

তবে ইরানে ইসরায়েলি হামলার মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ ‘শুরু হয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন রুশ জেনারেল আপতি আলাদিনোভ। রুশ সামরিক বাহিনীর প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত তিনি।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মিররের খবরে বলা হয়েছে, ইসরায়েলি হামলার পর ওই সেনা কর্মকর্তা ১০ লাখ নতুন সেনা নিয়োগ দিতে ক্রেমলিনকে আহ্বান জানিয়েছেন। তার ভাষ্য, ‘নতুন মোড় নেওয়ার পাশাপাশি যুদ্ধ ইতোমধ্যে গতি পেয়েছে।’

৫১ বছর বয়সী আলাদিনোভ বর্তমানে রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান ‘সামরিক-রাজনৈতিক’ বিভাগের উপপ্রধান হিসেবে কাজ করছেন। তিনি সেনাবাহিনীর মতাদর্শ প্রচার এবং গুজব প্রতিরোধেও কাজ করেন। নিজের জন্মস্থান চেচনিয়ায় ‘আখমাত’ বিশেষ বাহিনীর কমান্ডারও তিনি।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলজুড়ে আতঙ্ক

এক টেলিগ্রাম পোস্টে আলাদিনোভ বলেন, ‘আমাদের সেনা মোতায়েনের ঘোষণা দেওয়া উচিত। অন্তত পাঁচ লাখ মানুষকে আগেভাগে প্রস্তুত করতে হবে। তবে বাস্তবে তা হওয়া উচিত ১০ লাখ।’

রুশ জেনারেল বলেন, ‘যুদ্ধ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে, সেটি তৃতীয় বিশ্বযুদ্ধ। এটি নতুন মোড় নিয়েছে এবং নতুন গতি পেয়েছে। তাই নতুন সেনা নিয়োগ দিয়ে তাদের যুদ্ধের জন্য প্রস্তুত করতে হবে।’

ইসরায়েলসহ পশ্চিমা দেশগুলোর দিকে ইঙ্গিত করে আলাদিনোভ বলেন, ‘যেভাবে তারা (পশ্চিমারা) অন্যদের সঙ্গে খেলছে, এখন ইরানের সঙ্গে খেলছে; একইভাবে যেন আমাদের সঙ্গে খেলার সাহস না পায় সে জন্যও নতুন সেনা প্রস্তুত করতে হবে। বিশ্বাস করুন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, প্রতিটি পর্যায়ে ঐক্যবদ্ধ হতে হবে।’

গত শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানসহ কয়েকটি শহরে হামলা চালায় ইসরায়েল। তারা ইরানের সামরিক বাহিনীর শীর্ষ ২০ কর্মকর্তাকে হত্যা করে। হামলায় ৬ পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা অসংখ্য ছবিতে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।

ইসরায়েলের হামলার জবাবে রাজধানী তেল আবিবসহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম তেহরান টাইমস জানিয়েছে, ইসরায়েলের ১৫০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইরানের সামরিক বাহিনী। সূত্র: দ্য মিরর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *