দর্শনায় বিএডিসি ও বীজ সরবরাহকারি ডিলার মেসার্স কামরুল ট্রেডার্সের স্বত্বাধিকারীর সংবাদ সম্মেলন

দর্শনা অফিস
দর্শনায় বিএডিসি ও বীজ সরবরাহকারি ডিলার মেসার্স কামরুল ট্রেডার্সের নামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, ওই সংবাদ মিথ্যা বানোয়াট দাবী করে গতকাল শনিবার ট্রেডার্সের মালিক তার ব্যবসা প্রতিষ্ঠানে সাংবাদ সম্মেলন করেছেন।
দর্শনা আকন্দবাড়িয়া বটতলা বাজার মোড়ের মেসার্স কামরুল ট্রেডার্সের স্বত্বাধীকারি কামরুল হাসান লিখিত বক্তব্যে আরও জানান, আমার ব্যবসায়িক সুনাম, সামাজিক ও পারিবারিক এবং রাজনৈতিক সুনাম নস্ট এবং সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি অনলাইন পোর্টালে মানহানিকর রিপোর্ট করে যাচ্ছে, যা সম্পন্ন মিথ্যা বিভ্রান্তিকর ও মনগড়া। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একজন একনিষ্ঠ সৈনিক, ততকালিন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মোজাম্মেল হকের হাতে হাত দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদি দলের আদর্শ মেনে দল করে আসছি। আমার মেয়ে ইংরেজিতে অনার্স মাস্টার্স শেষ করে বিসিএস দেয়ার জন্য ঢাকা অবস্থান করছে, ছেলে চুয়াডাঙ্গা সরকারি কলেজে ঊদ্ভিদ বিজ্ঞানে অনার্স করছে, স্ত্রী মাদ্রাসার সহকারি প্রধান শিক্ষক এবং আমি নিজে একজন বিএডিসি সার ও বীজ ডিলার।
তিনি আরো বলেন, দর্শনা থানার অধীন আকন্দবাড়িয়া বটতলা বাজার মোড়ে প্রায় ৩৫/৩৬ বছর সুনামের সাথে ব্যাবসা করে এলাকায় বেশ পরিচিত হয়েছি। আমার এই সামগ্রীক সাফল্য দেখে কেউ কেউ সহ্য করতে না পেরে গভীর ষড়যন্ত্র করছে বলে আমি মনে করছি। পরবর্তিতে এ ধরনের মিথ্যা ভুয়া মনগড়া ও বানোয়াট খবর প্রকাশ করা হলে দেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নিতে বাধ্য থাকবো।
এ সময় দর্শনা থানা বিএনপির সাধারন সম্পাদক ও বেগমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলিসহ সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *